১১০- সাম্প্রতিক ঘটনাবলী (নভেম্বর ২০২৪) হতে কিছু প্রশ্ন শিখি।

 ১. বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতটি-

- ১২৫ টি।

২. ৩ অক্টোবর ২০২৪ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়-

- ৪০ মেগাওয়াট।

৩. সম্প্রতি হ্যারিকেন ‘হেলেন’ আঘাত হানে যে দেশে-

- যুক্তরাষ্ট্র।

৪. এশীয় উন্নয়ন ব্যাংকের ৬৯তম সদস্যপদ লাভ করে যে দেশ-

- ইসরাইল।

৫. জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা এর ১৭৩তম সদস্যপদ লাভ করে-

- সলোমন দ্বীপপুঞ্জ।

৬. জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৯) কোথায় অনুষ্ঠিত হবে-

- বাকু, আজারবাইজান।

৭. ১৬তম ব্রিকস্ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-

- রাশিয়া।

৮. ১১তম ডি-৮ সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হবে-

- মিসর।

৯. ৩১তম এপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে-

- পেরু।

১০. ২৩তম সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-

- পাকিস্তান।

১১. আইনের শাসন সূচকে শীর্ষ দেশ-

- ডেনমার্ক।

১২. আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান-

- ১২৯তম।

১৩. বৈশ্বিক ক্ষুধা সূচকে শীর্ষ দেশ-

- বেলারুশ।

১৪. বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান-

- ৮৪তম।

১৫. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন দল কোনটি-

- নিউজিল্যান্ড।

১৬. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ যে দেশে অনুষ্ঠিত হয়-

- সংযুক্ত আরব আমিরাত।

১৭. ২০২৪ সালে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে যে দেশ-

- ভারত।

১৮. ২০২৪ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপের আয়োজক দেশ-

- উজবেকিস্তান।

১৯. ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান-

- নিহন হিদানকিও।

২০. ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হন-

- ৪৭তম প্রেসিডেন্ট।