১০৪- কারক ও বিভক্তি অংশ হতে বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন

 ১০৪- কারক ও বিভক্তি অংশ হতে বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন


১. বাক্যের ক্রিয়া পদের সাথে নামপদের যে সম্বন্ধ তাকে বলে-- কারক।

২. কারক কত প্রকার-- ছয় প্রকার।

৩. যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে, ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে, তাকে বলে-- বিভক্তি।

৪. বিভক্তি কত প্রকার-- সাত প্রকার।

৫. বাক্যের ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে বলে-- কর্তৃকারক।

৬. ক্রিয়াকে কে/কারা দ্বারা প্রশ্ন করলে, প্রশ্নের উত্তরে পাওয়া যায়-- কর্তৃকারক।

৭. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলে-- কর্ম কারক।

৮. কী/ কাকে দ্বারা প্রশ্ন করলে, প্রশ্নের উত্তরে পাওয়া যায়-- কর্মকারক।

৯. ক্রিয়া সম্পাদনের যন্ত্র/ সহায়ক/ উপায়কে বলা হয়-- করণ কারক।

১০. স্বত্ব ত্যাগ করে কাউকে কিছু দান করলে, তাকে বলে-- সম্প্রদান কারক।


১১. যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত বুঝায়- তাকে বলে-- অপাদান কারক।

১২. যে কারক দ্বারা স্থান, কাল বা সময় বুঝায়, তাকে বলে-- অধিকরণ কারক।

১৩. গরু দুধ দেয়- এখানে ‘গরু’ কোন কারকে কোন বিভক্তি-- কর্তায় শূন্য।

১৪. এ কলমে ভালো লেখা হয়না- এখানে ’কলমে” কোন কারকে কোন বিভক্তি-- করণে ৭মী।

১৫. তিলে তৈল হয়- এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৭মী।

১৬. তিলে তৈল আছে- এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

১৭. তিনি ব্যাকরণে পন্ডিত- এখানে ‘ব্যাকরণে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

১৮. নদীতে মাছ আছে- এখানে ‘নদীতে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

১৯. চোখ দিয়ে পানি পড়ে- এখানে ‘চোখ দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৩য়া।

২০. ডাক্তার ডাক- এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি-- কর্মে শূন্য।


২১. দশে মিলে করি কাজ- এখানে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি-- কর্তায় ৭মী।

২২. জগতে কীর্তিমান হও সাধনায়- এখানে ‘সাধনায়’ কোন কারকে কোন বিভক্তি-- করণে ৭মী।

২৩. গুরুজনে কর নতি- এখানে ‘গুরুজনে’ কোন কারকে কোন বিভক্তি-- সম্প্রদানে ৭মী।

২৪. তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে- এখানে ‘তিরিশ বছর’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে শূন্য।

২৫. ধোপাকে কাপড় দাও- এখানে ‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি-- কর্মে ২য়া।

২৬. কালির দাগ দাও- এখানে ‘কালির’ কোন কারকে কোন বিভক্তি-- করণে ৬ষ্ঠী।

২৭. আকাশে চাঁদ উঠেছে- এখানে ‘আকাশে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

২৮. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে- এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৭মী।

২৯. কাননে কুসুম কলি সকলি ফুটিল- এখানে ’কাননে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

৩০. ঘোড়ায় গাড়ি টানে- এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি-- কর্তায় ৭মী।


৩১. তোমায় যেতে হবে- এখানে ‘তোমায়’ কোন কারকে কোন বিভক্তি-- কর্তায় ৭মী।

৩২. দুঃখীকে দয়া কর- এখানে ‘দুঃখীকে’ কোন কারকে কোন বিভক্তি-- সম্প্রদানে ৪র্থী।

৩৩. বুলবুলিতে ধান খেয়েছে- এখানে ‘বুলবুলিতে’ কোন কারকে কোন বিভক্তি-- কর্তায় ৭মী।

৩৪. ‘কান্নায় শোক মন্দীভূত হয়- এখানে ‘কান্নায়’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৭মী।

৩৫. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়- এখানে ’গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি-- করণে ৭মী।

৩৬. সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কোথা? - এখানে ‘সর্বাঙ্গে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

৩৭. সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দেব কোথা? - এখানে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তি-- কর্মে শূন্য।

৩৮. বর্ষাকালে সাপের ভয়- এখানে ‘সাপের’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৬ষ্ঠী।

৩৯. ঝিনুকে মুক্তা আছে- এখানে ‘ঝিনুকে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৭মী।

৪০. সব ঝিনুকে মুক্ত মেলে না- এখানে ‘ঝিনুকে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ২য়া।


৪১. ঢাকা থেকে কুমিল্লা বেশি দূরে নয়- এখানে ‘ঢাকা থেকে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৫মী।

৪২. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু- এখানে ‘সুখের’ কোন কারকে কোন বিভক্তি-- নিমিত্তার্থে ৬ষ্ঠী।

৪৩. জিজ্ঞাসিব জনে জনে- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি-- কর্মে ৭মী।

৪৪. লাঠি দ্বারা সাপ মার- এখানে ‘লাঠি দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি-- করণে ৩য়া।

৪৫. মেঘ হতে বৃষ্টি হয়- এখানে ‘মেঘ হতে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৫মী।

৪৬. কালকে স্কুলে যাব- এখানে ‘কালকে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ২য়া।

৪৭. সৈকত থেকে সূর্যাস্ত দেখা যায়- এখানে ‘সৈকত থেকে’ কোন কারকে কোন বিভক্তি-- অধিকরণে ৫মী।

৪৮. ছেলেরা বল খেলে- এখানে ‘বল’ কোন কারকে কোন বিভক্তি-- কর্মে শূন্য।

৪৯. বিপদে মোরে রক্ষা কর- এখানে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ৭মী।

৫০. ‘বাবাকে বড্ড ভয় পাই- এখানে ‘বাবাকে’ কোন কারকে কোন বিভক্তি-- অপাদানে ২য়া।

পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫----৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬

---------------------------------- --------------------