১০৯- বিভিন্ন পরীক্ষার বাছাইকৃত ৬০ টি প্রশ্ন শিখি।

 ১. ’ঠাকুরমার ঝুলি’ রূপকথার সংকলক-

উত্তরঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

২. বাংলা টপ্পাগানের জনক-

উত্তরঃ রামনিধি গুপ্ত।

৩. দোভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্যকে বলা হয়-

উত্তরঃ বটতলার পুঁথি।

৪. মৈমনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনূদিত হয়-

উত্তরঃ ২৩ টি।

৫. রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক-

উত্তরঃ কৃত্তিবাস ওঝা।

৬. মহাভারত প্রথম বাংলা অনুবাদ করেন-

উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর।

৭. বিদ্যাপতির উপাধি ছিল-

উত্তরঃ কবি কন্ঠহার।

৮. ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি-

উত্তরঃ ময়ূরভট্ট।

৯. বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে গঠিত কৃত্রিম কবিভাষা-

উত্তরঃ ব্রজবুলি।

১০. শ্রীকৃষ্ণকীর্তন ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে প্রকাশিত হয়-

উত্তরঃ ১৯১৬ সালে।


১১. ’ইস্তাম্বুল যাত্রীর পত্র’ ভ্রমণ কাহিনীর রচয়িতা-

উত্তরঃ ইব্রাহিম খাঁ।

১২. ’অনাথিনী’ উপন্যাসের রচয়িতা-

উত্তরঃ খান মুহাম্মদ মঈনুদ্দিন।

১৩. ’উন্নত জীবন’ গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ মোঃ লুৎফর রহমান।

১৪. মোসলেম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন-

উত্তরঃ মোজাম্মেল হক।

১৫. ’জন্মই আমার আজন্ম পাপ’ কাব্যগ্রন্থের রচয়িতা-

উত্তরঃ দাউদ হায়দার।

১৬. ’রূপজালাল’ আত্মজীবনী লিখেছেন-

উত্তরঃ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী।

১৭. ’বৃত্রসংহার’ মহাকাব্যের রচয়িতা-

উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১৮. ’বাঙালীর ইতিহাস’ গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ ড. নীহাররঞ্জন রায়।

১৯. ’ময়নামতীর চর’ কাব্যের রচয়িতা-

উত্তরঃ বন্দে আলী মিয়া।

২০. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক-

উত্তরঃ স্বর্ণকুমারী দেবী।


২১. ’পাখির কাছে ফুলের কাছে’ গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ আল মাহমুদ।

২২. ’কুচবরণ কন্যা’ গ্রন্থের লেখক-

উত্তরঃ বন্দে আলী মিয়া।

২৩. ’এলাটিং বেলাটিং’ গ্রন্থের লেখক-

উত্তরঃ শামসুর রাহমান।

২৪. ’বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ গ্রন্থের লেখক-

উত্তরঃ আহসান হাবীব।

২৫. ’এক পয়সার বাঁশি’ গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ জসীম উদ্দীন।

২৬. ’আমার বন্ধু রাশেদ’ গ্রন্থের লেখক-

উত্তরঃ ড. মুহম্মদ জাফর ইকবাল।

২৭. ’আবোল তাবোল’ গ্রন্থের লেখক-

উত্তরঃ সুকুমার রায়।

২৮. ’ঝিঙ্গে ফুল’ গ্রন্থের লেখক-

উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

২৯. ’বর্ণ পরিচয়’ গ্রন্থের লেখক-

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩০. ’পাখির বাসা’ গ্রন্থের লেখক-

উত্তরঃ ফররুখ আহমদ।


৩১. ’ইদলিব’ শহরটি কোন দেশে অবস্থিত-

উত্তরঃ সিরিয়া।

৩২. MENA যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ মিশর।

৩৩. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়-

উত্তরঃ ৭ এপ্রিল।

৩৪. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর-

উত্তরঃ ভিয়েনা।

৩৫. পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়-

উত্তরঃ ১৫৫৬ সালে।

৩৬. স্পেনের ভাষা-

উত্তরঃ ক্যাটালন।

৩৭. ভারত থেকে ময়ূর সিংহাসন নিয়ে যান-

উত্তরঃ পারস্যের নাদির শাহ।

৩৮. ভুটানের সরকারি ভাষাকে বলে-

উত্তরঃ দোজাংখা।

৩৯. হিমালয়ের কন্যা বলা হয়-

উত্তরঃ নেপালকে।

৪০. জাভা মানুষের উদ্ভব-

উত্তরঃ ইন্দোনেশিয়ায়।



৪১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর-

উত্তরঃ ওয়াশিংটন ডি.সি.।

৪২. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর-

উত্তরঃ জেনেভা।

৪৩. আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর-

উত্তরঃ আবিদজান।

৪৪. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর-

উত্তরঃ বার্লিন।

৪৫. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর-

উত্তরঃ লন্ডন।

৪৬. জাতিসংঘ শিশু তহবিল এর সদর দপ্তর-

উত্তরঃ নিউইয়র্ক।

৪৭. আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর-

উত্তরঃ আদ্দিস আবাবা।

৪৮. ইন্টারপোলের সদর দপ্তর-

উত্তরঃ লিওঁ।

৪৯. আরব লীগের সদর দপ্তর-

উত্তরঃ কায়রো।

৫০. জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর-

উত্তরঃ নাইরোবি।


৫১. ’আশাহি শিম্বুন’ যে দেশের সংবাদপত্র-

উত্তরঃ জাপান।

৫২. ’হেরাল্ড ট্রিবিউন’ যে দেশের সংবাদপত্র-

উত্তরঃ যুক্তরাজ্য।

৫৩. ’বারনামা’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ মালয়েশিয়া।

৫৪. ’আনতারা’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ ইন্দোনেশিয়া।

৫৫. ’রয়টার্স’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ যুক্তরাজ্য।

৫৬. ‘AFP’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ ফ্রান্স।

৫৭. ‘CNN’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ যুক্তরাষ্ট্র।

৫৮. ’সিনহুয়া’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ চীন।

৫৯. ’ইরনা’ যে দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ ইরান।

৬০. ’RSS’ কোন দেশের সংবাদ সংস্থা-

উত্তরঃ নেপাল।
-------------------------

  পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫১০৬ ১০৭১০৮১০৯--- ৫০০,  ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬৫০৭

---------------------------------- --------------------