১১১- প্রাচীন যুগ ও মধ্যযুগ অংশ হতে বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন


 ১. ড. হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিস্কার করেন-

- নেপালের রাজ গ্রন্থাগার থেকে।

২. চর্যাপদের মূল বিষয়বস্তু-

- বৌদ্ধধর্মের গূঢ় রহস্য ও তত্ত্বকথা।

৩. আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ রচিত-

- মাত্রাবৃত্ত ছন্দে।

 


 

৪. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার যে গ্রন্থে চর্যাপদ বিশ্লেষণ করেন-

- Origin and Development of the Bengali Language.

৫. চর্যাপদের মোট কতটি পদ পাওয়া গেছে-

- সাড়ে ছেচল্লিশটি।

৬. চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে-

- কাহ্নপা।

৭. চর্যাপদের বাঙালি ভুসুকুপা কবি কয়টি পদ রচনা করেন-

- ০৮ টি।

৮.চর্যাপদের টিকাকার কে-

- মুনিদত্ত।

 

৯. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন-

- শ্রীকৃষ্ণকীর্তন।

১০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়-

- পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে।

১১. ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?’- উক্তির রচয়িতা-

- ভারতচন্দ্র রায়গুণাকর।

১২. রামায়ণের অনুবাদক ও বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি-

- চন্দ্রাবতী।

১৩. বাংলায় অনূদিত প্রথম মহাকাব্যের নাম- 

- রামায়ণ।

১৪. চণ্ডীমঙ্গলের আদি কবি-

- মানিকদত্ত।

 

১৫. ‘সত্য পীরের পাঁচালী’ কাব্যগ্রন্থের কবি-

- ভারতচন্দ্র রায়গুণাকর।

১৬. ‘কবিকণ্ঠহার’ উপাধিতে ভূষিত হন-

- বিদ্যাপতি।

১৭. মৈমনসিংহ গীতিকা বিশ্বের যে কয়টি ভাষায় অনূদিত হয়-

- ২৩ টি।

১৮. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-

- দৌলত কাজী।

১৯. 'নিরঞ্জনের রুষ্মা' কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ-

- শূন্যপুরাণ।

২০. কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়-

- তুর্কি শাসক।

----------------------- 

  পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫১০৬ , ১০৭১০৮, ১০৯--- ৫০০,  ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬৫০৭

---------------------------------- --------------------