১. চর্যাপদের টীকাকারের নাম-
উত্তরঃ মুনিদত্ত।
২. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি-
উত্তরঃ মহামহোপাধ্যায়।
৩. বাংলা সাহিত্যের আদি কবি-
উত্তরঃ লুইপা।
৪. ’শূন্যপুরাণ’ কাব্যের রচয়িতা-
উত্তরঃ রামাই পন্ডিত।
৫. ’সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- যে বলেছেন-
উত্তরঃ চণ্ডীদাস।
৬. ’আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’- মনোবাঞ্ছাটি কার-
উত্তরঃ ঈশ্বরী পাটনীর।
৭. ’জয়নবের চৌতিশা’ কে রচনা করেন-
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
৮. ’হপ্ত পয়কর’ কার রচনা-
উত্তরঃ সৈয়দ আলাওল।
৯. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা-
উত্তরঃ দ্বিজ কানাই।
১১. ‘কী চাহ শঙ্খচিল’ নাটকের রচয়িতা-
উত্তরঃ মমতাজউদ্দিন আহমেদ।
১২. ‘কালোঘোড়া’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ ইমদাদুল হক মিলন।
১৩. ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের রচয়িতা-
উত্তরঃ সেলিম আল দীন।
১৪. ‘উত্তম’ পুরুষ’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ রশীদ করিম।
১৫. ‘নেমেসিস’ নাটকের রচয়িতা-
উত্তরঃ নুরুল মোমেন।
১৬. ‘যাত্রা’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ শওকত আলী।
১৭. ‘পোকামাকড়ের ঘরবসতি’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ সেলিনা হোসেন।
১৮. ‘বুলবুলিস্থান’ কাব্যগ্রন্থের রচয়িতা-
উত্তরঃ গোলাম মোস্তফা।
১৯. ‘সংশপ্তক’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার
২০. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ নীলিমা ইব্রাহিম।
পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬ , ১০৭, ১০৮, ১০৯--- ৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৭
---------------------------------- --------------------