১০২- বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখি

  বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখি- (১০২)


১. সাধু ভাষায় কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?-- সর্বনাম ও ক্রিয়া।

২. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে-- আসত্তি।

৩. হজযাত্রা কোন সমাসের উদাহরণ-- ৪র্থী তৎপুরুষ।

৪. বুলবুলিতে ধান খেয়েছে- এখানে ‘বুলবুলিতে’ কোন কারকে কোন বিভক্তি-- কর্তায় ৭মী।

৫. মনীষা এর সন্ধি বিচ্ছেদ-- মনস+ ঈষা।

৬. লবণ এর সন্ধি বিচ্ছেদ-- লো + অন।

৭. তিমির এর বিপরীতার্থক শব্দ-- আলো।

৮. ’ঠোট কাটা’ শব্দের অর্থ--স্পষ্টভাষী।

৯. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়-- রূপতত্ত্বে।

১০. চপল এর বিপরীতার্থক শব্দ-- গম্ভীর।


১১. উগ্র এর বিপরীতার্থক শব্দ-- সৌম্য।

১২. সমাস নিষ্পন্ন পদটির নাম-- সমস্ত পদ।

১৩. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ-- বিশেষভাবে বিশ্লেষণ।

১৪. অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ-- নিগ্রহ।

১৫. অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ-- প্রাচীন।

১৬. পানিনি কে ছিলেন-- বৈয়াকরণিক।

১৭. আজকে নগদ কালকে ধার- এখানে ‘আজকে’ কোন কারকে কোন বিভক্তি?- অধিকরণে ২য়া।

১৮. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন-- রাজা রামমোহন রায়।

১৯. বিরাম চিহ্নের অপর নাম-- ছেদ চিহ্ন।

২০. শরীর>শরীল- কোন ধরণের ধ্বনি পরিবর্তন-- বিষমীভবন।


২১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-- ফলা।

২২. শুক্রবার স্কুল বন্ধ- এখানে ‘স্কুল’ কোন কারকে কোন বিভক্তি?- কর্মে শূন্য।

২৩. ‘হরবোলা’ কোন সমাসের উদাহরণ?- উপপদ তৎপুরুষ।

২৪. সন্ন্যাসী শব্দের বিপরীতার্থক শব্দ-- গৃহী।

২৫. আমাকে যেতে হবে- এখানে ‘আমাকে’ কোন কারকে কোন বিভক্তি?- কর্তায় ২য়া।

২৬. চোখ দিয়ে পানি পড়ে- এ ’চোখ দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?- অপাদানে ৩য়া।

২৭. চপল এর বিপরীতার্থক শব্দ-- গম্ভীর।

২৮. বাংলা লিপির উৎপত্তি হয়েছে-- ব্রাহ্মী লিপি থেকে।

২৯. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীক কে বলে-- বর্ণ।

৩০. পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদ-- পর+ পর।


৩১. উত্তপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ-- শীতল।

৩২.  ‘যিনি বক্তৃতা দানে পটু’ - এর এক কথায় প্রকাশ-- বাগ্মী।

৩৩. ‘যার কোন মূল্য নেই’ - এর এক কথায় প্রকাশ-- ঢাকের বাঁয়া।

৩৪. ‘উপকারীর অপকার করে যে’ এর এক কথায় প্রকাশ-- কৃতঘ্ন।

৩৫. ‘উপস্থিত বুদ্ধি আছে যার’- এক কথায় প্রকাশ-- প্রত্যুৎপন্নমতি।

৩৬. ‘হরতাল’ শব্দটি কোন ভাষা হতে আগত-- গুজরাটি।

৩৭. ‘তাসের ঘর’ শব্দের অর্থ-- ক্ষণস্থায়ী।

৩৮. ‘একাদশে বৃহস্পতি’- শব্দের অর্থ-- সৌভাগ্যের বিষয়।

৩৯. যা চিরস্থায়ী নয়- এর এক কথায় প্রকাশ-- নশ্বর।

৪০. যে ভূমিতে ফসল জন্মায় না- - ঊষর।


৪১. ‘মেঘশূন্য’ কোন সমাসের উদাহরণ?- তৎপুরুষ।

৪২. ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ-- ষট্+ ঋতু।

৪৩. মানুষ মাত্রই ভুল করে- এর ইংরেজি অনুবাদ।- To err is human.

৪৪. যা অতি দীর্ঘ নয়- এর এক কথায় প্রকাশ-- নাতিদীর্ঘ।

৪৫. ভাষার ক্ষুদ্রতম একক কী-- ধ্বনি।

৪৬. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি-- করণে ৭মী।

৪৭. ‘বিধু’ শব্দের অর্থ কি-- চাঁদ।

৪৮. ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ-- স্থাবর।

৪৯. বনে বাঘ আছে- এখানে ‘বনে’ কোন কারকে কোন বিভক্তি?- অধিকরণে ৭মী।

৫০  ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’- এর ’নিশীথ’ কোন পদ-- বিশেষন। 


পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫----৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬

---------------------------------- --------------------