১০৬- বাংলা সাহিত্য অংশ হতে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন শিখি

 ১. কবি গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেন যে জেলায়- যশোর।

২. ‘রক্তরাগ’ কাব্যের রচয়িতা- গোলাম মোস্তফা।

৩. ‘বুলবুলিস্তান’ কাব্যের রচয়িতা- গোলাম মোস্তফা।

৪. ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটির রচয়িতা- কাজী নজরুল ইসলাম।

৫.  কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন- চল্লিশ বছর।

৬. রাজবন্দীর জবানবন্দী- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা-  কাজী নজরুল ইসলাম।

৭. ’শমসের’ শব্দের বাংলা অর্থ- তরবারি।

৮. জীবনানন্দ দাশের মাতার নাম- কুসুমকুমারী দাশ।

৯. বেলা অবেলা কালবেলা - গ্রন্থের রচয়িতা-  জীবনানন্দ দাশ।

১০. রূপসী বাংলা - কাব্য গ্রন্থের রচয়িতা-  জীবনানন্দ দাশ।


১১. কবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন কত সালে- ১৯০৩ সালে।

১২. পল্লীকবি জসীম উদ্দীনের উল্লেখযোগ্য কাব্য- নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি।

১৩. ‘চোরাবালি’ কাব্য গ্রন্থের রচয়িতা- বিষ্ণু দে।

১৪. ’চাতক’ কি- এক প্রকার পাখি।

১৫. ’জননী সাহসিকা’ বলা হয়- সুফিয়া কামাল।

১৬. কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্য- সাঁঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন।

১৭. কবি সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ- একাত্তরের ডায়েরী।

১৮. শিশুতোষ গ্রন্থ ‘ইতল বিতল ও নওল কিশোরের দরবারে” এর রচয়িতা- কবি সুফিয়া কামাল।

১৯. ’আমাদের সংগ্রাম চলবেই চলবে’- কার লেখা- সিকান্দার আবু জাফর।

২০. ‘প্রসন্ন শহর’ কাব্য গ্রন্থের রচয়িতা- সিকান্দার আবু জাফর।


২১. কবি ফররুখ আহমেদ যে জেলায় জন্মগ্রহণ করেন- মাগুরা।

২২. কবি ফররুখ আহমেদ এর উল্লেখযোগ্য গ্রন্থ- সাত সাগরের মাঝি, নৌফেল ও হাতেম, সিরাজাম মুনীরা, মুহুর্তের কবিতা, পাখির বাসা, হাতেম তায়ী।

২৩. আহসান হাবীব রচিত প্রথম কাব্য- রাত্রিশেষ।

২৪. আহসান হাবীব রচিত উল্লেখযোগ্য কাব্য- ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো।

২৫. ‘পদাতিক’ কাব্যের রচয়িতা- সুভাষ মুখোপাধ্যায়।

২৬. ‘হাংরাস’ ও ‘কে কোথায় যায়’ উপন্যাস দুইটির রচয়িতা- সুভাষ মুখোপাধ্যায়।

২৭. কবি সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য কাব্য- ছাড়পত্র, ঘুম নেই, অভিযান, হরতাল।

২৮. কবি সুকান্ত ভট্টাচার্যের ’রানার’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত- ছাড়পত্র।

২৯. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা”- কবিতাটির রচয়িতা- শামসুর রাহমান।

৩০. কবি শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্য- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে ইত্যাদি।


৩১. ’একুশে ফেব্রুয়ারি’ গ্রন্থের সম্পাদক ছিলেন- হাসান হাফিজুর রহমান।

৩২. বিমুখ প্রান্তর কাব্যগ্রন্থের রচয়িতা- হাসান হাফিজুর রহমান।

৩৩. ’আধুনিক কবি ও কবিতা’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা- হাসান হাফিজুর রহমান।

৩৪. ‘আরো দুটি মৃত্যু’- গল্পগ্রন্থের রচয়িতা- হাসান হাফিজুর রহমান।

৩৫. অমিত শব্দের অর্থ কি- অসীম।

৩৬. ’একদা এক রাজ্যে’ কাব্য গ্রন্থের রচয়িতা- সৈয়দ শামসুল হক।

৩৭. ‘আনন্দের মৃত্যু’ গল্পগ্রন্থের রচয়িতা- সৈয়দ শামসুল হক।

৩৮. ”নুরুলদীনের সারাজীবন” নাটকের রচয়িতা- সৈয়দ শামসুল হক।

৩৯. কবি আল মাহমুদ এর প্রকৃত নাম- মীর আবদুস শুকুর আল মাহমুদ।

৪০. ‘সোনালী কাবিন’ কাব্য গ্রন্থের রচয়িতা- আল মাহমুদ।


৪১. ‘পাখির কাছে ফুলের কাছে’ শিশুতোষ বইটির লেখক- আল মাহমুদ

৪২. পিদিম শব্দের অর্থ কি- প্রদীপ বা বাতি।

৪৩. ‘স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটির রচয়িতা- নির্মলেন্দু গুণ।

৪৪. ‘প্রেমাংশুর রক্ত চাই’ কাব্য গ্রন্থের রচয়িতা- নির্মলেন্দু গুণ।

৪৫. ‘চাষাভূষার কাব্য’ গ্রন্থের রচয়িতা- নির্মলেন্দু গুণ।

৪৬. ’বাতাসে লাশের গন্ধ’ কবিতার রচয়িতা- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

৪৭. ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা- মোতাহের হোসেন চৌধুরী।

৪৮. ‘উন্নত জীবন’ গ্রন্থের রচয়িতা- মোহাম্মদ লুৎফর রহমান।

৪৯. ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

৫০. ‘বকুলপুরের স্বাধীনতা’ নাটকের রচয়িতা- মমতাজউদ্দীন আহমদ।

    পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫১০৬ --- ৫০০,  ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬৫০৭

---------------------------------- --------------------