সমাস অংশ হতে বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. সমাস ভাষাকে-- সংক্ষেপ করে।
২. সমাস নিষ্পন্ন পদকে বলে-- সমস্তপদ।
৩. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম-- সমস্যমান পদ।
৪. সমাসবদ্ধ পদের পূর্ববর্তী অংশকে বলে-- পূর্বপদ।
৫. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলে-- উত্তরপদ।
৬. সমাস কত প্রকার-- ছয় প্রকার।
৭. ব্যাসবাক্যের অপর নাম-- বিগ্রহবাক্য।
৮. ‘অহি-নকুল’ কোন সমাস-- দ্বন্দ্ব সমাস।
৯. ’দম্পতি’ কোন সমাসের উদাহরণ-- দ্বন্দ্ব সমাস।
১০. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করা হলে, প্রত্যক্ষ বস্তুকে বলা হয়-- উপমেয়।
১১. ‘নীল যে আকাশ= নীলাকাশ’ কোন সমাসের উদাহরন-- কর্মধারয়।
১২. ’জ্যোৎস্নারাত’- কোন সমাসের উদাহরণ-- মধ্যপদলোপী কর্মধারয়।
১৩. ‘সিংহাসন’ - কোন সমাসের উদাহরণ-- মধ্যপদলোপী কর্মধারয়।
১৪. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়-- উপমিত কর্মধারয়।
১৫. ‘পুরুষসিংহ’ কোন সমাসের উদাহরণ-- উপমিত কর্মধারয়।
১৬. ‘বিষাদসিন্ধু’ কোন কর্মধারয় সমাসের উদাহরণ-- রূপক কর্মধারয়।
১৭. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়-- তৎপুরুষ সমাস।
১৮. ‘তেলেভাজা’ কোন সমাসের উদাহরণ-- তৎপুরুষ সমাস।
১৯. ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ-- ৪র্থী তৎপুরুষ।
২০. ’পাপ হতে মুক্ত= পাপমুক্ত’ কোন সমাসের উদাহরণ-- তৎপুরুষ সমাস।
২১.কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে বলে-- উপপদ তৎপুরুষ।
২২. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ-- উপপদ তৎপুরুষ।
২৩. ’বইপড়া’ কোন সমাসের উদাহরণ-- তৎপুরুষ সমাস।
২৪. ‘রাজপুত্র’ কোন সমাসের উদাহরণ-- তৎপুরুষ সমাস।
২৫. ‘বীণাপাণি’ কোন সমাসের উদাহরণ-- বহুব্রীহি সমাস।
২৬. ‘আশীতে বিষ যার= আশীবিষ’- কোন সমাসের উদাহরণ-- বহুব্রীহি সমাস।
২৭. ‘লাঠালাঠি’- কোন সমাসের উদাহরণ-- বহুব্রীহি সমাস।
২৮.’নদী মাতা যার= নদীমাতৃক’ কোন সমাসের উদাহরণ-- বহুব্রীহি সমাস।
২৯. ‘হাতাহাতি’ কোন ধরণের বহুব্রীহি সমাস-- ব্যতিহার বহুব্রাহী।
৩০. ’বিড়ালচোখী’ কোন সমাসের উদাহরণ-- মধ্যপদলোপী বহুব্রীহি।
৩১. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বুঝায়, তাকে বলে-- দ্বিগু সমাস।
৩২. ‘শতাব্দী’ কোন সমাসের উদাহরণ-- দ্বিগু সমাস।
৩৩. ‘পঞ্চনদ’ কোন সমাসের উদাহরণ-- দ্বিগু সমাস।
৩৪. ‘চার রাস্তার সমাহার= চৌরাস্তা’ কোন সমাসের উদাহরণ-- দ্বিগু সমাস।
৩৫. যে সমাসের পূর্বপদের বিভক্তির লোপ হয়না- তাকে বলে-- অলুক সমাস।
৩৬. ‘মরণ পর্যন্ত= আমরণ’ কোন সমাসের উদাহরণ-- অব্যয়ীভাব সমাস।
৩৭. ‘উপকূল’ এর ব্যাসবাক্য-- কূলের সমীপে।
৩৮. ‘বিশ্বকবি’ এর ব্যাসবাক্য কী হবে?- বিশ্বের কবি।
৩৯. ‘দশানন’ কোন সমাসের উদাহরণ?- বহুব্রীহি সমাস।
৪০. ‘অনাচার’ কোন সমাসের উদাহরণ?- নঞ তৎপুরুষ।
৪১. বিরানব্বই- কোন সমাসের উদাহরণ-- নিত্য সমাস।
৪২. ‘প্রিয়ংবদা’ কোন সমাসের উদাহরণ-- উপপদ তৎপুরুষ।
৪৩. যে সমাসের ব্যাসবাক্য হয়না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়-- নিত্য সমাস।
৪৪. ‘ত্রিভুজ’ কোন সমাস-- দ্বিগু সমাস।
৪৫. ’গরমিল’ এর সঠিক ব্যাসবাক্য-- মিলের অভাব।
৪৬. ‘হরবোলা’ কোন সমাসের উদাহরণ-- উপপদ তৎপুরুষ।
৪৭. ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ-- দ্বিগু সমাস।
৪৮. ‘নীল যে অম্বর=নীলাম্বর’- কোন সমাসের উদাহরণ-- কর্মধারয় সমাস।
৪৯. ‘নাতিদীর্ঘ’ কোন সমাসের উদাহরণ-- নঞ তৎপুরুষ।
৫০. ‘কাঁচামিঠা’ এর ব্যাসবাক্য-- যা কাঁচা তাই মিঠা।
পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫----৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪, ৫০৫, ৫০৬
---------------------------------- --------------------