১. সন্ধি অর্থ - মিলন।
২. স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয়- স্বরসন্ধি।
স্বরসন্ধিঃ
৩. অর্ধেক = অর্ধ+ এক।
৪. অন্যান্য = অন্য+ অন্য।
৫. ইত্যাদি = ইতি+ আদি।
৬. উপর্যুক্ত = উপরি+ উক্ত।
৭. গায়ক= গৈ+ অক।
৮. গবাক্ষ= গো+ অক্ষ।
৯. গবেষণা= গো+ এষণা।
১০. জনৈক= জন+ এক।
১১. দেবেন্দ্র= দেব+ ইন্দ্র।
১২. নায়ক= নৈ+ অক।
১৩. নাবিক= নৈ+ ইক।
১৪. নয়ন= নে+ অন।
১৫. পবিত্র= পো+ ইত্র।
১৬. পর্যালোচনা= পরি+ আলোচনা।
১৭. পরীক্ষা= পরি+ ঈক্ষা।
১৮. পাবক= পৌ+ অক।
১৯. পবন= পো+ অন।
২০. পবিত্র= পো+ ইত্র।
২১. পদ্ধতি= পদ+ হতি।
২২. মহৌষধ= মহা+ ঔষধ।
২৩. মহেন্দ্র= মহা+ ইন্দ্র।
২৪. রাজর্ষি= রাজা+ ঋষি।
২৫. রবীন্দ্র= রবি+ ইন্দ্র।
২৬. শয়ন= শে+ অন।
২৭. শীতার্ত= শীত+ ঋত।
২৮. সিংহাসন= সিংহ+ আসন।
২৯. সুধীন্দ্র= সুধী+ ইন্দ্র।
৩০. স্বল্প= সু+ অল্প।
৩১. ক্ষুধার্ত= ক্ষুধা+ ঋত।
৩২. ব্যঞ্জনধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জনে যে কোন ধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয়- ব্যঞ্জনসন্ধি।
৩৩. অনুচ্ছেদ= অনু+ ছেদ।
৩৪. উদ্ধার= উৎ+ হার।
৩৫. কৃষ্টি= কৃষ্+ তি।
৩৬. কান্না= কাঁদ+ না।
৩৭. চলচ্চিত্র= চলৎ+ চিত্র।
৩৮. তন্মধ্যে= তৎ+ মধ্যে।
৩৯. দিগন্ত= দিক্+ অন্ত।
৪০. পদ্ধতি= পদ্+ হতি।
৪১. মৃত্যুঞ্জয়= মৃত্যু+ জয়।
৪২. রাজ্ঞী= রাজ্+ নী।
৪৩. ষড়ঋতু= ষট্+ ঋতু।
৪৪. ষোড়শ= ষট্+ দশ।
৪৫. সংবাদ= সম্+ বাদ।
৪৬. সন্ন্যাসী= সম্+ ন্যাসী।
৪৭. সংবিধান= সম+ বিধান।
৪৮. সংসার= সম্+ সার।
৪৯. সংস্কার= সম্+ কার।
৫০. সংবর্ধনা= সম্+ বর্ধনা।
৫১. সঞ্চয়= সম্+ চয়।
৫২. পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলে- বিসর্গ সন্ধি।
৫৩. অহরহ= অহঃ+ অহ।
৫৪. অন্তর্লীন= অন্তঃ+ লীন।
৫৫. আবিষ্কার= আবিঃ+ কার।
৫৬. চতুর্ভুজ= চতুঃ+ ভুজ।
৫৭. তিরস্কার= তিরঃ+ কার।
৫৮. দুরবস্থা= দুঃ+ অবস্থা।
৫৯. দুর্যোগ= দুঃ+ যোগ।
৬০. প্রাতরাশ= প্রাতঃ+ আশ।
৬১. পুরস্কার= পুরঃ+ কার।
৬২. মনোযোগ= মনঃ+ যোগ।
৬৩. শিরশ্ছেদ= শিরঃ+ ছেদ।
৬৪. সাধারণ বা বিশেষ কোন নিয়ম অনুসরণ না করে যে সন্ধি সংঘটিত হয় - নিপাতনে সিদ্ধ সন্ধি।
৬৫. অন্যান্য= অন্য+ অন্য।
৬৬. গবাক্ষ= গো+ অক্ষ।
৬৭. একাদশ= এক+ দশ।
৬৮. পরস্পর= পর+ পর।
৬৯. বনস্পতি= বন+ পতি।
৭০. মনীষা= মনস্+ ঈষা।
৭১. অহরহ= অহঃ+ অহ।
৭২. ভাস্কর= ভাঃ+ কর।
৭৩. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় - ধ্বনিতত্ত্বে।
৭৪. বিদ্যালয়= বিদ্যা+ আলয়।
৭৫. শশাঙ্ক= শশ+ অঙ্ক।
পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ----৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৭
---------------------------------- --------------------