১০১- বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখি

 বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখি- (১০১)


১. ভাষা আন্দোলনভিত্তিক ‘আর্তনাদ’ উপন্যাসটি কার লেখা-

- শওকত ওসমান।

২. ‘গাভি বিত্তান্ত’ উপন্যাসটি কার লেখা-

- আহমদ ছফা।

৩. বাংলা ব্যাকরণের কোন অংশে ‘ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান’ সম্পর্কে আলোচিত হয়-

- ধ্বনিতত্ত্ব।

৪. He is__ M. A.

- an.

৫. What is the antonym of ‘honorary’?

- salaried.

৬. The man died__ cholera.

- of.

৭. ‘শ্রবণ’–এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

- শ্রু + অনট্।

৮. ‘ক্ষমা করার ইচ্ছা’ কে এক কথায় কি বলে?

- তিতিক্ষা।

৯.  ‘ফাল্গুন > ফাগুন’ কী ধরনের ধ্বনি পরিবর্তন?

- অন্তর্হতি।


১০. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি-

- ১০ টি।

১১. ‘শিরচ্ছেদ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ-

- শিরঃ + ছেদ।

১২. I saw — one-eyed man.

- a.

১৩. ‘Pass away’ means—

- die.

১৪. The feminine gender of the word ‘horse’ is—

- Stallion.

১৫. ‘জঙ্গম’–এর বিপরীতার্থক শব্দ কোনটি?

- স্থাবর।

১৬. হাট-বাজার কোন কোন ভাষার শব্দযোগে গঠিত শব্দ-

- বাংলা ও ফারসি।

১৭. ‘সৌম্য’র বিপরীতার্থক শব্দ কোনটি?

- উগ্র।

১৮. ‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ—

- অহঃ + অহ।

১৯. রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম-

- গৌড়ীয় ব্যাকরণ।

২০. আর্জেন্টিনার রাজধানীর নাম-

- বুয়েন্স আয়ার্স।


২১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?

- ঈশ্বরদী, পাবনা।

২২. What kind of noun is ‘Fleet’?

- collective.

২৩. ‘Who opened the door? - make it passive.

- By whom was the door opened?

২৪. The adjective form of the word ‘moon’ is—

- lunar.

২৫. I prefer tea ___ coffee.

- to.

২৬. ‘ঢাকা গেট’ নির্মাণ করেন কে?

- মীর জুমলা।

২৭. কাজাখস্তানের রাজধানীর নাম-

- আস্তানা।

২৮. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা-

- বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি।

২৯. সুয়েজখাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

- লোহিত সাগর ও ভূমধ্যসাগর।

৩০. ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ-

- নিঃ + অবধি


৩১. ‘কাদম্বিনী’ শব্দের অর্থ-

- মেঘমালা।

৩২. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’—কার রচনা?

- সৈয়দ শামসুল হক।


    পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫১০৬ ----৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬৫০৭

---------------------------------- --------------------