১১৩- কবি জসীমউদ্দিন সম্পর্কিত বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখি

 1. জসীমউদ্দিন ছিলেন একজন -
ক) কথাসাহিত্যিক
খ) কবি
গ) নাট্যকার
ঘ) প্রাবন্ধিক
উত্তর: খ) কবি


2. জসীমউদ্দিন-এর উপাধি কী?
ক) কবিকুলশিরোমণি
খ) জাতীয় কবি
গ) পল্লীকবি
ঘ) গীতাঞ্জলিকার
উত্তর: গ) পল্লীকবি

3. জসীমউদ্দিন কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৯
খ) ১৯০৩
গ) ১৯০৫
ঘ) ১৯১১
উত্তর: খ) ১৯০৩


4. কোন গ্রামে জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন?
ক) সোনারগাঁ
খ) গোবিন্দপুর
গ) তাম্বুলখানা
ঘ) আম্বিকাপুর
উত্তর: গ) তাম্বুলখানা


5. জসীমউদ্দিন-এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) নকশীকাঁথার মাঠ
খ) রাখাল ছেলে
গ) সোজন বাদিয়ার ঘাট
ঘ) পদ্মা নদীর মাঝি
উত্তর: খ) রাখাল ছেলে


6. ‘নকশীকাঁথার মাঠ’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক) উপন্যাস
খ) নাটক
গ) কাব্যগ্রন্থ
ঘ) প্রবন্ধ
উত্তর: গ) কাব্যগ্রন্থ


7. ‘সোজন বাদিয়ার ঘাট’ কী ধরনের রচনা?
ক) নাটক
খ) কবিতা
গ) কাব্যনাট্য
ঘ) উপন্যাস
উত্তর: গ) কাব্যনাট্য


8. জসীমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) কলকাতা বিশ্ববিদ্যালয়


9. জসীমউদ্দিন-এর রচনায় কোন জীবনধারা বেশি প্রতিফলিত হয়েছে?
ক) শহুরে জীবন
খ) রাজনৈতিক জীবন
গ) পল্লী জীবন
ঘ) কল্পজগত
উত্তর: গ) পল্লী জীবন


10. ‘কবর’ কবিতাটি কোন শ্রেণির পাঠ্য?
ক) ষষ্ঠ
খ) সপ্তম
গ) নবম
ঘ) একাদশ
উত্তর: গ) নবম


11. ‘কবর’ কবিতাটি কার সঙ্গে কথোপকথনধর্মী?
ক) মা ও সন্তান
খ) বাবা ও মেয়ে
গ) নাতি ও দাদু
ঘ) শিক্ষক ও ছাত্র
উত্তর: গ) নাতি ও দাদু


12. ‘আসমানী’ চরিত্রটি কোন কবিতায় পাওয়া যায়?
ক) রাখাল ছেলে
খ) কবর
গ) সোজন বাদিয়ার ঘাট
ঘ) নকশীকাঁথার মাঠ
উত্তর: ঘ) নকশীকাঁথার মাঠ


13. জসীমউদ্দিন কোথায় চাকরি করতেন?
ক) বাংলা একাডেমি
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) পাবলিকেশন বিভাগ
ঘ) রেডিও বাংলাদেশ
উত্তর: গ) পাবলিকেশন বিভাগ


14. ‘নকশীকাঁথার মাঠ’ প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯২৯
খ) ১৯৩২
গ) ১৯৩৫
ঘ) ১৯৪০
উত্তর: খ) ১৯৩২


15. জসীমউদ্দিনের কবিতায় প্রধানত কী উঠে এসেছে?
ক) ধর্মীয় ভাবনা
খ) রাজনীতি
গ) গ্রামীণ জীবনের প্রেম ও বেদনা
ঘ) আধুনিক নাগরিক জীবন
উত্তর: গ) গ্রামীণ জীবনের প্রেম ও বেদনা


16. ‘সোজন বাদিয়ার ঘাট’ রচনায় মূলত কোন সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে?
ক) দারিদ্র্য
খ) বর্ণবাদ
গ) সাম্প্রদায়িকতা
ঘ) নারী নির্যাতন
উত্তর: গ) সাম্প্রদায়িকতা


17. জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন কোন সালে?
ক) ১৯৭২
খ) ১৯৭৪
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৮
উত্তর: গ) ১৯৭৬


18. 'পল্লীকবি' উপাধিটি কে প্রদান করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) মোহিতলাল মজুমদার
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: গ) মোহিতলাল মজুমদার


19. ‘আসমানী’ ও ‘রূপাই’ কোন রচনার চরিত্র?
ক) রাখাল ছেলে
খ) সোজন বাদিয়ার ঘাট
গ) কবর
ঘ) নকশীকাঁথার মাঠ
উত্তর: ঘ) নকশীকাঁথার মাঠ


20. জসীমউদ্দিন কোন বিভাগে পিএইচডি করেন?
ক) পল্লী উন্নয়ন
খ) বাংলা সাহিত্য
গ) লোকসংগীত
ঘ) দর্শন
উত্তর: গ) লোকসংগীত



-------

পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫১০৬ ১০৭১০৮১০৯--- ৫০০,  ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪৫০৫, ৫০৬৫০৭

---------------------------------- --------------------