সমন্বিত ০৮ টি ব্যাংক ও ১ টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ


গত ১৬/০৫/২০২৫ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষার কয়েকটি প্রশ্ন বিশ্লেষণ নিম্নরুপঃ

 

১. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ-

-  সিংহপুরুষ।

[সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ, অধর পল্লবের ন্যায় = অধরপল্লব ইত্যাদি]

 

২. ‘হ্ম’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে-

- হ+ম।

[আরো কয়েকটি যুক্তবর্ণের উদাহরণঃ ক্ষ = ক+ষ; ষ্ণ = ষ+ণ; জ্ঞ = জ+ঞ; ঞ্জ = ঞ+জ; ঞ্চ = ঞ+চ; ঙ্গ = ঙ+গ; ঙ্ক = ঙ+ক; হ্ন = হ + ন; হ্ণ = হ + ণ; ব্ধ = ব + ধ; ত্থ = ত + থ] 


৩. ‘পয়ঃ’ শব্দের অর্থ-

- পানি।

[পানি শব্দের কিছু সমার্থক শব্দঃ অপ, সলিল, বারি, নীর, অম্বু, উদক, অম্ভ] 


৪. ’খ্রিষ্টাব্দ’ কোন কোন শব্দযোগে গঠিত?

- ইংরেজি+তৎসম।

[আরো কয়েকটি উদাহরণঃ হাট-বাজার (বাংলা + ফারসি); রাজা-বাদশা (তৎসম+ফারসি); হেড-মৌলভী (ইংরেজি +ফারসি); খ্রিষ্টাব্দ (ইংরেজি+ তৎসম); পকেটমার (ইংরেজি+বাংলা); চৌহদ্দি (ফারসি+আরবি); ডাক্তারখানা (ইংরেজি+ফারসি)]

 

৫. ’মুক্তি শব্দের প্রকৃতি ও প্রত্যয়-

- মুচ্+ ক্তি।

[আরো কয়েকটি উদাহরণঃ পঠ+অক=পাঠক, দিন+ইক = দৈনিক, দুল্‌+অনা = দোলনা, কৃ+তব্য = কর্তব্য;] 

 

৬. যতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

- বাক্যতত্ত্ব।

[বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়সমূহঃ বাক্যের সঠিক গঠনপ্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যমধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন] 


৭. ‘কুম্ভীলক’ বলতে বুঝায়-

- যে অন্যের লেখা নিজের বলে চালায়।

[আরো কিছু এক কথায় প্রকাশঃ হরিণের চামড়া = অজিন; যা বলা হয়নি = অনুক্ত; যা সহজে পাওয়া যায় না = দুর্লভ;  একই গুরুর শিষ্য = সতীর্থ; অক্ষির সমীপে = সমক্ষ; যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা; বাঘের চামড়া = কৃত্তি; অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ; সিংহের ডাক = হুংকার; ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা;]

 

৮. ‘সদা সত্য কথা বলবে’- এটি কোন ধরণের বাক্য?

- অনুজ্ঞাসূচক।

[অনুজ্ঞাসূচক বাক্যে আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়। যেমনঃ এবা তুমি থামো ] 

 

৯. ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক ছিলেন-

- সুকুমার রায়।

[আরো কিছু পত্রিকার সম্পাদকের নামঃ সংবাদ প্রভাকর (১৮৩১) -ঈশ্বরচন্দ্র গুপ্ত; তত্ত্ববোধিনী (১৮৪৩)- অক্ষয়কুমার দত্ত; কল্লোল- দিনেশরঞ্জন দাস; তত্ত্ববোধিনী- অক্ষয়কুমার দত্ত; সবুজপত্র- প্রমথ চৌধুরী] 


১০. ’ছড়ার ছন্দ’ বলা হয়-

- স্বরবৃত্ত। 

[স্বরবৃত্ত ছন্দে যুগ্মধ্বনি সবসময় এক মাত্রা গণনা করা হয় এবং প্রত্যেক পর্বের প্রথম শব্দের আদিতে শ্বাসাঘাত পড়ে]

 

১১. ‘সাতপাঁচ ভেবে লাভ নেই’- এখানে ‘সাতপাঁচ’ কোন অর্থ প্রকাশ করছে?

- নানা প্রকার।

[আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ অতিদর্পে হত লঙ্কা- অহঙ্কারে পতন অনিবার্য; অরণ্যেরোদন- নিস্ফল প্রার্থনা; ইঁদুর কপালে  -নিতান্ত মন্দভাগ্য; উনপাঁজুরে- হতভাগ্য; ঊনপঞ্চাশ বায়ু- পাগলামি; ওজন বুঝে চলা- আত্মসম্মান বজায় রাখা; কালেভদ্রে- কদাচিৎ]

 

১২. ‘ময়মনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেন?

- দীনেশচন্দ্র সেন।

[উল্লেখ্যযোগ্য পালাঃ মহুয়া (দ্বিজ কানাই), দেওয়ানা মদিনা (মনসুর বয়াতী)] 

 

---------